ইউটিউবের জন্য নিজের ছবি দিয়ে স্টাইলিশ লোগো তৈরী করুন আপনার মোবাইল ফোন দিয়ে।
বর্তমানে ইউটিউবে ইউটিউবারের নিজের ছবি দিয়ে তৈরি করা লোগো সব চেয়ে বেশী জনপ্রিয়। প্রায় ইউটিউবার দেখবেন তার চ্যানেলে নিজের ছবি দিয়ে তৈরী করা লোগো ব্যাবহার করে থাকে। আপনি যদি এই ধারা অব্যাহত রাখতে চান আর নিজের ছবি দিয়ে লোগো তৈরী করতে চান তাহলে পোস্টটি সম্পুর্ন করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি।
আজকের লোগো তৈরী করতে আপনার প্রয়োজন হবে একটা ফটো এডিটর অ্যাপ। এই অ্যাপটির নাম হল Polish Photo editor pro
এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন এখান থেকে।
অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিন। তাহলে নিচের মত ইন্টাফেস পাবেন। এখান থেকে ফটোতে ক্লিক করুন। গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিন।
এখানে আমরা প্রথমে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এর জন্য দেখুন নিচের দিকে অনেক গুলো ম্যানু পাবেন। এখান থেকে CutOut অপশন এ ক্লিক করুন। CutOut অপশনে ক্লিক করার পর আপনারা একটি Ai বাটন পাবেন। Ai বাটনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। এরপর দেখুন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
এবার আমরা এতে অন্যান্য ইফেক্ট দিব। এর জন্য আপনাকে যেতে হবে Effect ম্যানুতে। Effect ম্যানুতে আসার পর আপনারা Drip নামের একটা ম্যানু পাবেন। Drip ম্যানুতে ক্লিক করে যে কোনো একটি Drip সিলেক্ট করে দিন। তারপর Drip এর পাশে দেখুন BG নামের একটা অপশন আছে সেটাতে ক্লিক করুন। পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিন। তারপর ঠিক মার্কে ক্লিক করুন।
এবার আমরা এখানে Neon ইফেক্ট দিব। এর জন্য আপনি আবার Effect ম্যানুতে চলে যান। এখান থেকে Neon অপশনে যান তারপর পছন্দের একটি Neon ইফেক্ট সিলেক্ট করে দিন। তারপর ঠিক মার্কে ক্লিক করুন।
দারুন! দেখুন আপনার লোগোটি তৈরি হয়ে গেছে।
আমাদের এই পোস্টটি ভিডিও আকারে দেখতে চাইলে নিচ থেকে দেখে নিতে পারেন।
এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
♠ আমাদের অন্যান্য ভিডিও গুলো ↓
♠ How to make Logo for youtube
♠ How to Download copyright free music
♠ How to Download copyright free image
♠ Inshot Video Editor Tutorials
♠♠ CONTACT US
কোন মন্তব্য নেই