নতুন ভাইরাল ফেইসবুক এবং হোয়াটসঅ্যাপ ভিডিও স্টেটাস কিভাবে বানাবেন এপিসোড-২
বন্ধুরা আমরা আজকে আপনাদের দেখাবো যে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে এ ধরনের স্টেটাস ভিডিও কিভাবে তৈরী করবেন।
এই ধরনের স্টেটাস ভিডিও তৈরি করতে আমরা ব্যাবহার করবো মোবাইলে ভিডিও এডিটিং এর সবচেয়ে জনপ্রিয় অ্যাপ Kinemaster এর।
শুরুতে Kinemaster অ্যাপটি ওপেন করে নিন। তারপর প্লাস সাইনে ক্লিক করে 16:9 রেসিও সিলেক্ট করে দিন।
এবার গ্যালারি থেকে মুল ইমেজটি ইনপুট করে নিন। প্রয়োজন মত টেনে লম্বা করে দিন। আমাদের স্টেটাস এ ব্যাবহার করা ইমেজটি ডাউনলোড করুন এখান থেকে। এরপর আমরা এই ইমেজের উপর বাকি ইলিমেন্ট গুলো যোগ করবো।
প্রথমে আমরা এখানে মিউজিক প্লে বাটনটির ব্লাক স্ক্রীন অ্যানিমেশন এড করবো। এর জন্য লেয়ার থেকে মিডিয়া থেকে মিউজিক প্লে বাটনটি ইনপুট করে নিন। এরপর মিউজিক প্লে বাটনটির Blending Mode Screen করে ব্লাক অংশটি রিমুভ করে নিন। এরপর নিচে দেখানো পজিশন মত বসিয়ে দিন। আমাদের ভিডিওতে ব্যবহার করা মিউজিক প্লে বাটনটি ডাউনলোড করুন এখান থেকে।
এবার আমরা আমাদের ইমেজটিতে লাভের যে Shadow ইফেক্টটি আছে সেটি এড করবো। এর জন্য লেয়ার থেকে মিডিয়া থেকে গ্রীন কালারের লাভ ইমেজটি সিলেক্ট করে দিন। ইমেজটি ডাউনলোড করুন এখান থেকে।
এবার ইমেজটিকে সিলেক্ট করে ফ্লিপ করে নিন।
এবার ইমেজটিকে সিলেক্ট করে Cromma Key অন করে গ্রীন কালারটি রিমুভ করে নিন।
এবার ইমেজটিকে সিলেক্ট করে Blending Mode Multiply করে দিন। এতে করে ব্লাক ইফেক্টটি চলে আসবে।
এবার ইমেজটিকে পজিশন মত বসিয়ে Ovaral Animation Drifting সিলেক্ট করে দিন।
এবার আমরা অডিও স্পেক্ট্রামটি এড করবো। লেয়ার থেকে মিডিয়া থেকে অডিও স্পেক্ট্রামটি সিলেক্ট করে দিন। আমরা এই অডিও স্পেক্ট্রামটি Avee Player নামের অ্যাপ দিয়ে তৈরি করেছিলাম। আমাদের এই অডিও স্পেক্ট্রামটিতে মিউজিক এড করা আছে তাই আপনাদের আলাদা করে মিউজিক এড করতে হবেনা। অডিও স্পেক্ট্রামটি ডাউনলোড করুন এখান থেকে। আপনারা যদি Avee Player এর উপর টিউটোরিয়াল চান তাহলে আমাদের কমেন্টস করে জানান, আমরা চেস্টা করবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার।
এরপর অডিও স্পেক্ট্রামটি সিলেক্ট করে Blending Mode Screen করে দিন। এরপর পজিশন মত বসিয়ে দিন।
এবার আমরা এখানে গানের লিরিক এড করবো। এর জন্য আগে গানটি শুনুন এরপর লেয়ার থেকে টেক্সট লেয়ার অপশন সিলেক্ট করুন আর গানের প্রথম কলিটি লিখে ফেলুন বাংলায়।
এবার আমরা এখানে একটি বাংলা স্টাইলিশ কাস্টম ফন্ট ব্যাবহার করবো। আপনারা যদি Kinemaster এ বাংলা কাস্টম ফন্ট ব্যাবহার করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখুন।
এবার টেক্সট এর কালার ব্লাক করে দিন।
এবার আমরা এখানে কী-ফ্রেম ব্যাবহার করে অ্যানিমেশন দিব। এর জন্য টেক্সট লেয়ারের প্রথমে চলে আসুন এবং কী-ফ্রেম সিলেক্ট করুন। তারপর কার্সরকে মাঝামাঝি নিয়ে আসুন টেক্সট না নেড়ে আরেকটা কী-ফ্রেম যোগ করুন। তারপর কার্সরকে টেক্সট লেয়ারের শেষে নিয়ে আসুন এরপর আরেকটি কী-ফ্রেম এড করে টেক্সটিকে ছোট করে পিছনের দিকে বসিয়ে দিন।
এবার টেক্সট লেয়ারটির In Animation Pop এবং Out Animation Fade করে দিন।
এবার টেক্সট লেয়ারটিকে ডুপ্লিকেট করে সমান্তরালে বসিয়ে দিন এবং টেক্সটিকে এডিট করে গানের পরের কলি লিখে ফেলুন। এভাবে গানটির সবকয়টি কলি লিখে ফেলুন।
গানের সবকয়টি কলি লিখা শেষ হলে লেয়ার গুলোর বাড়তি অংশ কাট করে ছাটাই করে নিন।
এবার লিরিকের অ্যানিমেশন আরো সুন্দর করার জন্য প্রথম তিনটি লেয়ার সামান্য করে টেনে বাড়িয়ে দিন।
এবার শেষের লেয়ারটির Out Animation Scale Up করে দিন। আর শেষের লেয়ারটির কী-ফ্রেম গুলো রিমুভ করে দিন।
এবার আমরা সবগুলো টেক্সট লেয়ারের উপরে একটি অভারলে ইফেক্ট দিব। এর জন্য লেয়ার থেকে মিডিয়া থেকে কালারিং ইমেজটি সিলেক্ট করে দিন।
ইমেজটি ডাউনলোড করুন এখান থেকে।
ইমেজটি সিলেক্ট করে Blending Mode Screen করে দিন আর অপাসিটি হালকা কমিয়ে দিন। তারপর লিখা গুলোর উপরে বসিয়ে দিন।
অবশেষে আমাদের স্টেটাস ভিডিওটি সম্পুর্ন হল। আপনি চাইলে প্লে করে দেখতে পারেন।
আমাদের এই পোস্টটির ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনি চাইলে নিচ থেকে দেখে নিতে পারেন
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ♥♥♥
♠ আমাদের অন্যান্য ভিডিও গুলো ↓
♠ How to make Logo for youtube
♠ How to Download copyright free music
♠ How to Download copyright free image
♠ Inshot Video Editor Tutorials
♠♠ CONTACT US
কোন মন্তব্য নেই