বিসনেস কার্ড ডিজাইন করুন ফটোশপে খুব সহজেই কোনো রকম দক্ষতা ছাড়াই।
আমি আপনাদের আজকে দেখাব যে ফটোশপ এর দ্বারা কিভাবে একটা বিসনেস কার্ড ডিজাইন করবেন। আমি আসা করি আপনি এই পোস্ট টা দেখার পর আপনি নিজেই আপনার নিজের জন্য খুব সুন্দর একটা প্রফেসনাল বিসনেস কার্ড ডিজাইন করতে পারবেন। আসুন শুরু করা যাক,
প্রথম ধাপঃ প্রথমে ফটোশপ ওপেন। তারপর একটি ডকুমেন্ট ওপেন করুন যার width হবে 3.75 inc এবং Height হবে 2.25 inc. (আসলে একটি Business Card এর মূল সাইজ হল 3.5x2 inc আর বাকিটা (0.25 or ¼ inc) হল bleed . এই bleed অংশটি print করার পর কেটে ফেলা হবে।) রেশুলালেশন দিতে হবে 300. (রেশুলেশন টা print এর ক্ষেত্রে খুব গুরুত্তপুরন)। তারপর ok দিন।
দ্বিতীয় ধাপঃ Bleed দেওয়ার জন্য আমরা এখন কিছু Guide ব্যাবহার করব। Guide দেওয়ার জন্য view – show – Guide টি চেক করে দিতে হবে। তারপর view থেকে new guide ক্লিক করুন। তারপর vertical চেক করে 0.125 ok দিন আবার vertical চেক করে 3.625 দিন। তারপর আবার horizontal চেক করে 0.125 এবং 2.125 দিয়ে ok দিন। তাহলে চারদিকে Guide তৈরি হবে।
ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে unlock করে নিন।
তৃতীয় ধাপঃ প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর right ক্লিক করে লেয়ার টিকে convert to smart object করে নিন। convert to smart object দেওয়ার সুবিধা হল এটি আপনি চাইলে পরে Edit করতে পারবেন।
তারপর Filter - Noise – add noise তারপর নিচের চিত্রের মত করে ok দিন।
আবার Filter–Blur – Gaussian Blur তারপর নিচের চিত্রের মত করে ok দিন।
এবার গ্রাডিয়েন্ট ওভারলে দিব। প্রথমে লেয়ার পেনেলের নিচে fx আইকনে ক্লিক করে লেয়ার স্টাইল মেনুটি আনতে হবে
তারপর গ্রাডিয়েন্ট ওভারলে সিলেক্ট করে Blend Mode: Linear light, opacity: 100,
Style: Diamond, Angle: 90* Scale: 100 এবার গ্রাডিয়েন্ট এ ক্লিক করে নিচের চিত্রের মত পাচটি পয়েন্ট ওয়ালা গ্রাডিয়েন্ট সিলেক্ট করতে করি।
এবার প্রথম পয়েন্ট সিলেক্ট করে #000000 কালার দিন এবং লোকেসশন 0% করে দিন । তারপর দিতীয় পয়েন্ট সিলেক্ট করে #333338 কালার এবং লোকেসশন 20% করে দিন। তারপর ৩য় পয়েন্ট সিলেক্ট করে #677173 কালার এবং লোকেসশন 40% করে দিন। তারপর ৪র্থ পয়েন্ট সিলেক্ট করে #cfd3d9 কালার এবং লোকেসশন 80% করে দিন। তারপর ৫ম পয়েন্ট সিলেক্ট করে #d0d3d9 কালার এবং লোকেসশন 100% করে দিন। তারপর ok দিন।
তারপর সবশেষে আবার ok দিন।
গ্রাডিয়েন্ট টিকে ড্রাগ করে বাম পাশে নিয়ে আসুন উপরের চিত্রের মত।
গ্রাডিয়েন্টটি সেভ করে রাখুন। গ্রাডিয়েন্টটি সেভ করার জন্য নিচের চিত্রের new অংশ ক্লিক করুন তাহলে সেভ হয়ে যাবে।
আপনি চাইলে এর একটা নাম ও দিতে পারেন তার জন্য আপনাকে name এ ক্লিক করে একটা নাম দিয়ে দিতে হবে। গ্রাডিয়েন্টটা সেভ করার কারন হল এটা আমরা পরের ধাপে shape এ ব্যবহার করব।
৪র্থ ধাপঃ এবার Rectangle Marquee Tool টি সিলেক্ট করে horizontal ভাবে ¼ সাইজের একটি shape আকুন।
এবার ctrl+ T চেপে এটাকে free transform করে নিন। তারপর নিচের চিত্রের মত ডান পাশে কোনায় warp এ ক্লিক করে বাম পাশে warp এর custom হতে flag সিলেক্ট করে দিন। এবনহ bend: -100 করে দিয়ে enter press করুন।
আবার Ctrl+ T press করে shape টিকে নিচের চিত্রের মত স্থানে বসান। তারপর ok দিন।
এবার আমরা shape টিতে gradient overlay দিব। এর জন্য নিচের চিত্রের দেখানো অংশে ক্লিক করে gradient overlay সিলেক্ট করুন।
এবার gradient এ ক্লিক করে আমাদের সেভ করা gradient টা সিলেক্ট করে দিন। gradient টা নিচের চিত্রের বিপরীত দিকে হতে পারে সে ক্ষেত্রে reverse check করে দিন।
এবার আমরা আর একটি layer style ব্যবহার করব সেটা হল outer glow.
Outer glow সিলেক্ট করে color box এর উপর ক্লিক করে কালার টা change করে #7a9acd করে দিন। এবং spread: 20
Size: 20 তারপর ok দিন। তাহলে আপনি নিচের মত আউটপুট পাবেন।
৫ম ধাপঃ এবার আমরা নাম যোগ করব, এ জন্য আমরা প্রথমে Type Tool(T) সিলেক্ট করব font: myriad pro Size: 30 Color: 95b2dd ডিজাইন টার বাম পাশে উপরে আমরা নাম টা লিখব ঠিক নিচের চিত্রের মত।
এবার এ লেখাটিতে আমরা layer style ব্যবহার করব। text layer টি সিলেক্ট করে নিচের মত করে দিন।
এবার নিচের চিত্রের দেখানো অংশে ক্লিক করে layer style menu টি নিয়ে আসুন।
Bevel & Emboss:
নিচের চিত্রের মত করে দিন।
Satin:
নিচের চিত্রের মত করে দিন।
Drop Shadow:
নিচের চিত্রের মত করে দিন।
৬ষ্ঠ ধাপঃ এবার আমরা skill যোগ করব। এ জন্য আমরা প্রথমে Type Tool(T) সিলেক্ট করব font: myriad pro Size: 15 Color: 95b2dd ডিজাইন টার বাম পাশে নামের ঠিক নিচে skill টা লিখব ঠিক নিচের চিত্রের মত।
তারপর Alt key চেপে ধরে আমাদের name layer এর যেই fx আইকনটি আছে সেটি drag করে skill layer এর উপর ছেড়ে তাহলে দেখা যাবে name layer এর fx আইকনটি কপি হয়ে যাবে। নতুন করে layer style দিতে হবেনা। নিচের চিত্রটি দেখুন।
৭ম ধাপঃ এবার আমরা phone number; Email; website যোগ করব। এ জন্য প্রথমে Type Tool(T) সিলেক্ট করব font: myriad pro Size: 12 Color: 95b2dd ডিজাইন টার ঠিক নিচে ডান পাশে লিখব,ঠিক নিচের চিত্রের মত।
এভাবে আরও ভাল ভাল ডিজাইন আপনি Photoshop দিয়ে করতে পারবেন।
আজকের মত এই এখানেই শেষ। আবার দেখা হবে, নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।
এর পরও যদি কেউ না বুঝেন কিংবা অন্য কোনো সমস্যা থকলে আমার ভিডিও টি দেখতে পারেন।
এখান থেকে।
→ Inshot Video EditorTutorials
আজকের মত এই এখানেই শেষ। আবার দেখা হবে, নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।
এর পরও যদি কেউ না বুঝেন কিংবা অন্য কোনো সমস্যা থকলে আমার ভিডিও টি দেখতে পারেন।
এখান থেকে।
→ Inshot Video EditorTutorials
কোন মন্তব্য নেই