NAHAR IT

NAHAR IT
our youtube channel

কিভাবে আপনার Android Phone দিয়ে আপনি আপনার Google বা Gmail আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন।




আমরা আজকে Goggle বা Gmail আইডির একটা খুবই গুরুত্তপুর্ন জিনিস সম্পর্কে জানবো সেটা হল কিভাবে Goggle বা Gmail আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। পাসওয়ার্ড পরিবর্তন করাটা গুরুত্তপুর্ন এ কারনে যে অনেক সময় দেখা যায় আপনার পাসওয়ার্ডটা কোনো কারনে বা কোনো না কোনো ভাবে কেউ না কেউ জেনে যায় সে ক্ষেত্রে আইডি হারানো এবং আরো নানান ধরনের সমস্যায় পরার সম্ভাবনা থাকে। তাই Goggle বা Gmail আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয়।
তাই আজকে আমরা শিখবো কিভাবে আপনি আপনার Goggle বা Gmail আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে একটা ব্রাউজারের সাহায্য নিতে হবে সেটা হল Google Chrome মোবাইলে ব্যাবহারের উপযোগি আরো অনেক ব্রাউজার আছে তবে তাতে আপনি এই অপশন গুলো নাও পেতে পারেন। তাই আমি বলবো আপনি Google Chrome ই ব্যাবহার করেন।
আপনার কাছে যদি Google Chrome না থাকে তাহলে তাহলে ডাউনলোড করে নিন এখানথেকে।
এরপর ব্রাউজারটি ওপেন করে আপনাকে যেতে হবে www.google.com এ তারপর নিচের চিত্রের মত উপরে ডান পাশে কোনায় একটা sign in অপশন পাবেন। সেটাতে ক্লিক করুন। তারপর আপনার ইমেইল দিয়ে NEXT এ ক্লিক ক্লরুন এরপর পাসওয়ার্ড দিন এবং NEXT এ ক্লিক করে আপনার আইডিটি sign in করে নিন


আইডি sign in করার পর নিচের প্রথম চিত্রের মতো অপশন আসবে। সেখান থেকে চিত্রে মার্ক করা অংশে ক্লিক করুন। সেখান থেকে Account এ ক্লিক করুন।


তারপর নিচের চিত্রের মত ইন্টারফেস আসবে। সেখান থেকে একটু ডান দিকে স্ক্রোল করলে আপনি security অপশন পাবেন। security এ ক্লিক করে স্ক্রোল করে একটু নিচে আসুন তাহলে আপনি পাসওয়ার্ডের অপশন পাবেন। সেখান থেকে Password এ ক্লিক করুন।


এবার দেখুন আপনার থেকে আপনার আইডির পাসওয়ার্ডটি আবার চাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যতবারই আপনার আইডির কোন সেটিংস পরিবর্তন করতে চাইবেন আপনাকে আপনার পাসওয়ার্ডটি আবার দিতে হবে। এবার আপনার পাসওয়ার্ডটি আবার দিন এবং NEXT এ ক্লিক করুন।


পাসওয়ার্ডটা দেয়ার পর দেখবেন নিচের চিত্রের মত একটা ইন্টাফেস আসবে। এখানে আপনি দুইটা পাসওয়ার্ড লিখার অপশন পাবেন। এখানে প্রথমে new password অপশনে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিবেন তারপর নিচের অপশন টাতে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটা হুবহু আবার লিখে দিবেন বেশি কিংবা কম হলে হবেনা। তারপর change password এ ক্লিক করবেন।



ব্যাস আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে এবার লগিন করার সময় নতুন পাসওয়ার্ডটা দিয়ে লগিন করবেন। 


আজ এই পর্যন্ত সামনের পর্বে Google বা Gmail আইডিতে কিভাবে 2 step verification এড করবেন তা দেখাবো ইনশাআল্লাহ।
আপনি চাইলে নিচের দেখনো অপশনে আপনার ইমেইল দিয়ে সাবমিট করে আমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে হবে কি আমরা যখনি কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে করবো ঠিক তখনি আপনার কাছে আমাদের পোস্টটির নটিফিকেশন পোছে যাবে।



আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামি পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ। 

→  Inshot Video EditorTutorials

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.