NAHAR IT

NAHAR IT
our youtube channel

কিভাবে আপনার Android Phone দিয়ে আপনি আপনার Google বা Gmail আইডির রিকভারি ইমেইল এবং রিকভারি ফোন নাম্বার এড করবেন।



আমরা আজকে Goggle বা Gmail আইডির একটা খুবই গুরুত্তপুর্ন জিনিস সম্পর্কে জানবো সেটা হল কিভাবে Goggle বা Gmail আইডিতে রিকভারি ইমেইল এবং ফোন নাম্বার এড করা যায়। রিকভারি ইমেইল এবং ফোন নাম্বার এতো বেশী গুরুত্তপুর্ন হওয়ার কারন হল আপনি যদি কোন কারনে আপনার Goggle বা Gmail আইডির পাসওয়ার্ড ভুলে যান কিংবা কেউ যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় তাহলে আপনি সে আইডিটা ফেরত পেতে হলে আপনার যায়। রিকভারি ইমেইল এবং ফোন নাম্বার এর প্রয়োজন হবে। তাই আপনি যদি কোন নতুন Goggle বা Gmail খুলে থাকেন তাহলে তাতে অবশ্যই রিকভারি ইমেইল এবং ফোন নাম্বার এড করে নিবেন।
এবার চলুন আমরা দেখে আসি কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে রিকভারি ইমেইল এবং ফোন নাম্বার এড করবেন Goggle বা Gmail আইডিতে।
এর জন্য আপনাকে একটা ব্রাউজারের সাহায্য নিতে হবে সেটা হল Google Chrome মোবাইলে ব্যাবহারের উপযোগি আরো অনেক ব্রাউজার আছে তবে তাতে আপনি এই অপশন গুলো নাও পেতে পারেন। তাই আমি বলবো আপনি Google Chrome ই ব্যাবহার করেন।
আপনার কাছে যদি Google Chrome না থাকে তাহলে তাহলে ডাউনলোড করে নিন এখান থেকে।
এরপর ব্রাউজারটি ওপেন করে আপনাকে যেতে হবে www.google.com এ তারপর নিচের চিত্রের মত উপরে ডান পাশে কোনায় একটা sign in অপশন পাবেন। সেটাতে ক্লিক করুন। তারপর আপনার ইমেইল দিয়ে NEXT এ ক্লিক ক্লরুন এরপর পাসওয়ার্ড দিন এবং NEXT এ ক্লিক করে আপনার আইডিটি sign in করে নিন।



আইডি sign in করার পর নিচের প্রথম চিত্রের মতো অপশন আসবে। সেখান থেকে চিত্রে মার্ক করা অংশে ক্লিক করুন। সেখান থেকে Account এ ক্লিক করুন।
 



তারপর নিচের চিত্রের মত ইন্টারফেস আসবে। সেখান থেকে একটু ডান দিকে স্ক্রোল করলে আপনি security অপশন পাবেন। security এ ক্লিক করে স্ক্রোল করে একটু নিচে আসুন তাহলে আপনি রিকভারি ফোন এবং রিকভারি ইমেইলের অপশন পাবেন। সেখান থেকে Recovery Phone ক্লিক করুন।



এবার দেখুন আপনার থেকে আপনার আইডির পাসওয়ার্ডটি আবার চাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যতবারই আপনার আইডির কোন সেটিংস পরিবর্তন করতে চাইবেন আপনাকে আপনার পাসওয়ার্ডটি আবার দিতে হবে। এবার আপনার পাসওয়ার্ডটি আবার দিন এবং NEXT এ ক্লিক করুন।
 




তারপর দেখুম নিচে একটা আপডেট নাম্বারের অপশন আসবে। সেখানে আপনার নাম্বারটা দিয়ে GET CODE এ ক্লিক করুন।



তারপর দেখুন নিচের চিত্রের মত একটা ইন্টাফেস আসবে এখানে আপনাকে একটা কোর্ড নাম্বার দিতে হবে। এর মধ্যে দেখবেন আপনার ওই নাম্বারটাতে একটা ম্যাসেজ চলে আসছে সেখানে একটা কোড নাম্বার থাকবে সেটা আপনি এখানে দিয়ে VERIFY তে ক্লিক করবেন। 




এরপর দেখুন আপনার রিকভারি ফোন নাম্বারটা এড হয়ে গেছে।










এবার আমরা রিকভারি ইমেইল এড করবো এর জন্য আমাদের আবার security অপশনে ফিরে যেতে হবে এবং স্ক্রোল করে নিচে নামলে Recovery Email এর অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে।









তারপর দেখুন নিচের চিত্রের মত অপশন আসবে সেখান থেকে ADD RECOVERY EMAIL অপশনে ক্লিক করতে হবে।







এরপর নিচের চিত্রের মত একটা ইমেইল লিখার যায়গা পাবেন সেখানে ইমেইল লিখে DONE এ ক্লিক করুন।








এবার দেখুন আপনার রিকভারি ইমেইল এড হয়ে গেছে।




আজ এই পর্যন্ত সামনের পর্বে Google বা Gmail আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন তা দেখাবো ইনশাআল্লাহ।
আপনি চাইলে নিচের দেখনো অপশনে আপনার ইমেইল দিয়ে সাবমিট করে আমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে হবে কি আমরা যখনি কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে করবো ঠিক তখনি আপনার কাছে আমাদের পোস্টটির নটিফিকেশন পোছে যাবে।



আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামি পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
 
→  Inshot Video EditorTutorials

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.