NAHAR IT

NAHAR IT
our youtube channel

যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ৩ টি সহজ পদ্ধতিতে

যারা ছবি এডিটিং এর কাজ করেন কিংবা গ্রাফিক্স এর কাজ করেন তারা সবসময় একটা যামেলায় পড়ে থাকেন সেটা হল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এটা অনেক বিরক্তিকর একটা কাজ। তাই আপনাদের এই কাজটি সহজ করে দিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ ৩ টি পদ্ধতি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে মাত্র ১ মিনিটে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখা দরকার সেটা হল এই পোস্টটির ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন।

প্রথম পদ্ধতিঃ 

প্রথমে আমরা আপনাদের একটা ফটো এডিটর অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপটির নাম Photo Editor Pro এই অ্যাপটি আপনারা প্লেস্টোরে ফ্রীতে পাবেন। প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিন। অ্যাপটি ওপেন করার পর আপনারা নিচের মত ইন্টারফেস পাবেন। এখান থেকে Photo অপশনে ক্লিক করুন তারপর আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন।



এরপর দেখুন নিচে অনেক গুলো ম্যানু পাবেন এখান থেকে CutOut অপশনে যান। এবার দেখুন এখানে একটি Ai নামে একটি বাটন আছে সেটিতে ক্লিক করুন।


দেখুন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কত সুন্দর করে রিমুভ করে দিয়েছে অ্যাপটি।

দ্বিতীয় পদ্ধতিঃ

এবার আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন আর ব্রাউজারের এড্রেস বারে লিখুন Remove.bg 

এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের মত ইন্টাফেস পাবেন। এখান থেকে আপলোডে ক্লিক করুন আর আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন।


একটু সময় নিবে তারপর দেখুন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড কত সুন্দর করে রিমুভ করে দিয়েছে।

তৃতীয় পদ্ধতিঃ

এবারও আমরা আপনাদের একটা অ্যাপের কথাই বলবো সেটা হল Remove.bg এর অ্যান্ড্রয়েড অ্যাপ। এটি আপনারা প্লেস্টোরে ফ্রীতে পাবেন। এই অ্যাপটির নাম হল Remove.bg এটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনারা উপরোক্ত নিয়মে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

তারপরও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটা দেখতে পারেন

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ♥♥♥


♠ Polish photo editor Link →https://play.google.com/store/apps/details?id=photo.editor.photoeditor.photoeditorpro

♠ Remove BG →https://www.remove.bg

♠ Remove BG App → https://play.google.com/store/apps/details?id=bg.remove.android


♣ আমাদের অন্যান্য টিউটোরিয়াল ↓↓

Polish photo editor A to Z Tutorial

How to download free image

How to download Free Music


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.