Android ফোনের সেরা ৫টি বেটল রয়্যাল গেইম। Top 5 Battle Royal Game for Android
আমরা আজকে
Android Phone এর টপে থাকা ৫টি Battle Royal গেইম নিয়ে কথা বলবো যে গেইম গুলো বর্তমানে
Android Battle Royal গেইমে শীর্ষ অবস্থানে রয়েছে। তার আগে জেনে রাখি Battle Royal
গেইম কি? Royal Battle গেইম হল এক ধরনের শুটিং গেইম। এ গেইম গুলো অনলাইনে খেলতে হয়
এবং বিভিন্ন দেশ থেকে মোটামুটি ৫০ কিংবা ১০০ জন প্লেয়ার একটা ম্যাপ বা শহরে নেমে এক
জনের সাথে আর একজন লড়াই করে শেষ পর্যন্ত একজন বেচে থাকে আর সে হয় বিজয়ী। বর্তমানে অনেক
গুলো Battle Royal গেইম আপনি Playstore এ পাবেন। তাই আমি আজ আপনাদের দেখাবো যে এতো
গুলো Battle Royal গেইম এর মধ্যে কোন গেইম গুলো সবচেয়ে ভালো সে রকম ৫টি গেইমের বিস্তারিত
আলোচনা করবো।
1. PUBG MOBILE
এই গেইমটি আপনি Playstore এ PUBG
MOBILE নামে পাবেন। তবে এই গেইমটির পুরো নাম হল PLAYERUNKNOWN'S
BATTLEGROUNDS এই গেইমটি Playstore প্রায় ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।
তাছাড়া Playstore এ রেটিং ও খুব ভালো 4.5 এর মত আছে বর্তমানে। এটি আমাদের Android
Battle Royal গেইমের সিরিয়ালে ১ নাম্বারে আছে। এটিতে ১০০ জন প্লেয়ার একটা ম্যাপ বা
শহরে নেমে এক জনের সাথে আর একজন লড়াই করে শেষ পর্যন্ত একজন বেচে থাকে আর সে হয় বিজয়ী।
এই গেইমটার গ্রাফিক্স এবং ইন্টারফেস অসাধারন আপনি যখন এই গেইমটা খেলবেন আপনার থেকে
মনে হবে আপনি মনে হয় নিজেই মাঠে নেমে খেলছেন। এর গ্রাফিক্সটা এতোটাই রিয়েল। আপনি যদি
এই গেইমটি খেলতে চান তাহলে আপনাকে নুন্যতম Android Version 4.3 লাগবে এর উপরে হলে আরো
ভালো হয়। আর ইন্টারনাল মেমোরি ২.৫ জিবির মতো খালি লাগবে। আপনি চাইলে গেইমটা খেলে দেখতে
পারেন। নিচের ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
2. FREE FIRE
এই গেইমটি আপনি Playstore এ Garena
Free Fire নামে পাবেন।এই গেইমটি Playstore প্রায় ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।
তাছাড়া Playstore এ রেটিং ও খুব ভালো 4.5 এর মত আছে বর্তমানে। এটি আমাদের Android
Battle Royal গেইমের সিরিয়ালে ২ নাম্বারেআছে। এটিতে ৫০ জন প্লেয়ার একটা ম্যাপ বা শহরে
নেমে এক জনের সাথে আর একজন লড়াই করে শেষ পর্যন্ত একজন বেচে থাকে আর সে হয় বিজয়ী। এই
গেইমটার গ্রাফিক্স এবং ইন্টারফেস অসাধারন। আপনি যদি এই গেইমটি খেলতে চান তাহলে আপনাকে
নুন্যতম Android Version 4.0.3 লাগবে এর উপরে হলে আরো ভালো হয়। আর ইন্টারনাল মেমোরি
৫০০ এমবির মতো খালি লাগবে।
আপনি চাইলে গেইমটা খেলে
দেখতে পারেন। নিচের ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
3. CREATIVE DESTRUCTION
এই গেইমটি আপনি Playstore এ Creative Destruction
নামে পাবেন।এই গেইমটি Playstore প্রায় ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। তাছাড়া Playstore
এ রেটিং ও খুব ভালো 4.4 এর মত আছে বর্তমানে। এটি আমাদের Android Battle Royal গেইমের
সিরিয়ালে ৩ নাম্বারে আছে। এটিতে ১০০ জন প্লেয়ার একটা ম্যাপ বা শহরে নেমে এক জনের সাথে
আর একজন লড়াই করে শেষ পর্যন্ত একজন বেচে থাকে আর সে হয় বিজয়ী। আপনারা যারা
Fortnite এর নাম শুনেছেন কিন্তু খেলতে পারছেন না তারা এই গেইমটি খেলে Fortnite এর মজা
নিতে পারবেন এটি Fortnite এর মত একই ধরনের গেইম। এই গেইমটার গ্রাফিক্স এবং ইন্টারফেস
অসাধারন। আপনি যদি এই গেইমটি খেলতে চান তাহলে আপনাকে নুন্যতম Android Version 4.1 লাগবে
এর উপরে হলে আরো ভালো হয়। আর ইন্টারনাল মেমোরি ১.৮ জিবির মতো খালি লাগবে।আপনি চাইলে গেইমটা খেলে দেখতে পারেন। নিচের
ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
4. RULES OF SURVIVAL
এই গেইমটি আপনি Playstore এ Rules of Survival
নামে পাবেন।এই গেইমটি Playstore প্রায় ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। তাছাড়া
Playstore এ রেটিং ও খুব ভালো 4.2 এর মত আছে বর্তমানে। এটি আমাদের Android Battle
Royal গেইমের সিরিয়ালে ৪ নাম্বারে আছে। এখানে দুটি ম্যাপ আছে একটিতে আপনি ১২০ জন প্লেয়ার
আর একটিতে ৩০০ জন প্লেয়ার নামবে। সবাই একটা ম্যাপ বা শহরে নেমে এক জনের সাথে আর একজন
লড়াই করে শেষ পর্যন্ত একজন বেচে থাকে আর সে হয় বিজয়ী। এই গেইমটার গ্রাফিক্স এবং ইন্টারফেস
অসাধারন। আপনি যদি এই গেইমটি খেলতে চান তাহলে আপনাকে নুন্যতম Android Version 4.0 লাগবে
এর উপরে হলে আরো ভালো হয়। আর ইন্টারনাল মেমোরি ২ জিবির মতো খালি লাগবে।
আপনি চাইলে গেইমটা খেলে
দেখতে পারেন। নিচের ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
5. HOPELESS LAND
এই গেইমটি আপনি Playstore এ hopeless
land fight for survival নামে পাবেন।এই গেইমটি Playstore প্রায় ১০ মিলিয়নের বেশি ডাউনলোড
হয়েছে। তাছাড়া Playstore এ রেটিং ও খুব ভালো 4.2 এর মত আছে বর্তমানে। এটি আমাদের
Android Battle Royal গেইমের সিরিয়ালে ৫ নাম্বারে আছে। এটিতে ১২০ জন প্লেয়ার একটা ম্যাপ
বা শহরে নেমে এক জনের সাথে আর একজন লড়াই করে শেষ পর্যন্ত একজন বেচে থাকে আর সে হয় বিজয়ী।
এই গেইমটার গ্রাফিক্স এবং ইন্টারফেস অসাধারন। আপনি যদি এই গেইমটি খেলতে চান তাহলে আপনাকে
নুন্যতম Android Version 4.1 লাগবে এর উপরে হলে আরো ভালো হয়। আর ইন্টারনাল মেমোরি ৩৫০
এমবির মতো খালি লাগবে। আপনি চাইলে গেইমটা খেলে
দেখতে পারেন। নিচের ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
কোন মন্তব্য নেই