NAHAR IT

NAHAR IT
our youtube channel

অ্যান্ড্রয়েড ইউটিউবিং কোর্স পর্বঃ ০১ | কোর্সের সংখিপ্ত বিবরন।


আমাদের এই কোর্সটা শুধু মাত্র একটি ওয়েবসাইটকে নিয়ে সেটি হল ইউটিউব। যার ইন্টারনেট ঠিকানা হল www.youtube.com। ইউটিউব হচ্ছে বর্তমান সসময়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। এটি ১৪ ফেব্রুয়ারী ২০০৫ এ যাত্রা শুরু করে। এখন পর্যন্ত এত জনপ্রিয় হয়ে উঠেছে যে বর্তমানে alexa ranking এ এর অবস্তান ২ নাম্বারে রয়েছে।এটি একটি গুগল মালিকানাধিন ওয়েবসাইট তাই এটিতে আপনি এর মেম্বার হতে হলে আপনার একটি গুগল আইডি অবশ্যই লাগবে। এই সাইটটি তার প্রত্যেক মেম্বারকে এখানে ভিডিও আপলোডের সুযোগ দেয়। এখানে প্রত্যেক মেম্বার তার এক বা একাধিক ব্যাক্তিগত চ্যানেল বানাতে পারবেন এবং সেখানে ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আপনি আপনার দক্ষতা দেখিয়ে ভালো মানের ভিডিও বানিয়ে অনেক ফ্যান বা ফলোয়ার বানাতে পারবেন।যারা আপনার চ্যানেল বা আপনাকে ফলো করবে।আপনি কখন কি ভিডিও আপলোড দিচ্ছেন তার জন্য অপেক্ষা করে থাকবে।
এখানে প্রত্যেক চ্যানেলকে ফলো করার জন্য একটা ফলো বাটন থাকে একে সাবস্ক্রাইব বাটন বলে। কোনো চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আপনি ওই চ্যানেলের ফলোয়ার হয়ে যাবেন। আর সাবসক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই চ্যানেল যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেয় তাহলে তা আপনার কাছে নটিফিকেশন আকারে চলে আসবে। আপনার যদি কোনো চ্যানেল থাকে তাহলে আপনারও একই রকম সাবস্ক্রাইব বাটন থাকবে।


এখানে আপনার বা আপনার চ্যানেলের পপুলারিটি হিসেব হয় আপনার ফলোয়ার এর সংখ্যা দিয়ে এবং আপনার ভিডিও এর ভিউ দিয়ে। আর এই পপুলারিটি কাজে লাগিয়ে আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারেন। সেটা কিভাবে তাও আমি বলে দিচ্ছি, সেটা হল আপনি আপনার চ্যানেলের সাথে গুগল এডসেন্স এড করে আয় করতে পারেন। গুগল এডসেন্স কি সেটা সম্পর্কে অনেক আর্টিকেল গুগলে আছে সার্চ দিয়ে পরে নিবেন। আর একটা উপাই হল paid promotion করে। আপনি কারো একটা এড আপনার ভিডিওতে বসিয়ে দিলেন কিংবা কারো একটা প্রোডাক্ট এর প্রমোশন করে দিয়ে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।



তাহলে এ আয়ের সুযোগটা আমরা কেনো নিছিনা? আমরা কেনো ইউটিউবে আমাদের ক্যারিয়ার শুরু করছিনা? এ কথার উত্তরে অনেকে বলেন আমরা এসব বুঝিনা, আবার অনেকে বলে আমরা ইউটিউবে কিভাবে কাজ করতে হয় তা জানিনা, আবার অনেকে বলে ইউটিউবে কাজ করতে হলে কম্পিউটার লাগবে আমার কম্পিউটার নাই।ভালো মানের ক্যামেরা লাগে আমার ক্যামেরা নাই ইত্যাদি ইত্যাদি।
আর আপনাদের এ কথার জবাবে আমি শুধু এটাই বলব যে আপনার এসব কিছু লাগবেনা! শুধু মাত্র আপনার হাতের android phone টি লাগবে আর আমার কোর্স্ টাকে ভালো ভাবে ফলো করতে হবে।
বন্ধুরা আমরা এমন একটি কোর্স নিয়ে এসেছি যেখানে শুধুমাত্র আপনার হাতে একটা android phone থাকলেই আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারবেন। আর আমাদের এই কোর্সটি আজ থেকে ধারাবাহিক ভাবে আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে NAHAR IT তে চলবে। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের কোর্সটি ফলো করতে পারেন।

এবার আসুন সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই যে আমাদের কোর্স এ কি কি আছে।
আমাদের কোর্সটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা ইউটিউব চ্যানেল বানাতে আপনার যা যা শিখার প্রয়োজন তা আমরা প্রথম ভাগে রেখেছি। আর দ্বিতীয় ভাগে রেখেছি ভিডিও বানানোর নানা রকম আইডিয়া যা android phone এ সম্ভব।

এবার আসুন আমরা আমাদের প্রথম ভাগের পর্ব গুলো কি থাকছে তা এক নজরে দেখে নিই।

১. মোবাইলে কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন।
২. মোবাইলে কিভাবে ইউটিউবে চ্যানেল ভেরিফাই করবেন।
৩. মোবাইলে কিভাবে চ্যানেলের জন্য লোগো চ্যানেল আর্ট কিভাবে বানাবেন এবং চ্যানেলে কিভবে এড করবেন।
৪. চ্যানেলের ইন্টারফেস পরিচিতি ও কাস্টমাইজ।
৫. মোবাইলে কিভাবে চ্যানেলের ডেস্ক্রিপ্সশন এবং ট্যাগ লাগাবেন।
৬. মোবাইলে কিভাবে ট্যাগ রিসার্চ করবেন।
৭. মোবাইলে কিভাবে ভিডিও আপলোড দিবেন এবং আপলোডের সময় করণীয় কি।
৮. মোবাইলে কিভাবে playlist বানাবেন।
৯. মোবাইলে কিভাবে I button লাগাবেন।
১০. মোবাইলে কিভাবে End screen লাগাবেন।
১১. মোবাইলে কিভাবে Live করবেন।
১২. মোবাইলে কিভাবে subscribe button এড করবেন।
১৩. মোবাইলে কিভাবে social button এড করবেন।
১৪. মোবাইলে কিভাবে feature channel এড করবেন।
ইত্যাদি, ইত্যাদি

এবার আসুন আমাদের কোর্স এর দ্বিতীয় ভাগে ভিডিও আইডিয়া গুলো কি থাকছে তা এক নজরে দেখে নিই।

১. টিউটোরিয়া ভিডিওঃ টিউটোরিয়াল ভিডিও কি? আপনার চ্যানেলের জন্য টিউটোরিয়াল ভিডিও কিভাবে বানাবেন? কি কি apps লাগবে, ভিডিও এডিটিং কোথায় করবেন? অডিও এডিটিং কোথায় করবেন? তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
২. স্লাইড শো ভিডিওঃ স্লাইড শো ভিডিও কী? আপনার চ্যানেলের জন্য স্লাইড শো ভিডিও কিভাবে বানাবেন? কি কি apps লাগবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
৩. গেইমিং ভিডিওঃ গেইমিং ভিডিও কি? আপনার চ্যানেলের জন্য গেইমিং ভিডিও কিভাবে বানাবেন? Live এ কিভাবে গেম খেলবেন। কি কি apps লাগবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
৪. Apps রিভিউ ভিডিওঃ Apps রিভিউ ভিডিও কি? আপনার চ্যানেলের জন্য Apps রিভিউ ভিডিও কিভাবে বানাবেন? কি কি লাগবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
৫. প্রডাক্ট রিভিউ ভিডিওঃ প্রডাক্ট রিভিউ ভিডিও কি? আপনার চ্যানেলের জন্য প্রডাক্ট রিভিউ ভিডিও কিভাবে বানাবেন? কি কি লাগবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
৬. কার্টুন ফানি ভিডিওঃ কার্টুন ফানি ভিডিও কি? কিভাবে বানাবেন? কি কি লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
৭. ম্যাজিক ভিডিওঃ ম্যাজিক ভিডিও কি? কিভাবে বানাবেন? কি কি লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
৮. ফানি ভিডিও বা শর্ট ফিল্মঃ ফানি ভিডিও বা শর্ট ফিল্ম কিভাবে বানাবেন? কি কি লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে এবং এ ধরনের ভিডিও গুলো বানাতে আপনাদের যা যা লাগবে তা আমরা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেল NAHAR IT তে পর্ব আকারে একই সাথে পোস্ট করা হবে।

আপনি চাইলে নিচের দেখনো অপশনে আপনার ইমেইল দিয়ে সাবমিট করে আমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে হবে কি আমরা যখনি কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে করবো ঠিক তখনি আপনার কাছে আমাদের পোস্টটির নটিফিকেশন পোছে যাবে।
 


আর আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ও এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে আমরা এই কোর্সটি ভিডিও আকারে পোস্ট করবো ইনশাআল্লাহ।
আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামি পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.