অ্যান্ড্রয়েড ইউটিউবিং কোর্স পর্বঃ ০২ | ইউটিউবে চ্যানেল কিভাবে বানাবেন এবং চ্যানেলের বিভিন্ন ইন্টারফেস পরিচিতি।
এই পর্বে আমরা
আমাদের Android Phone দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলবো এবং ওই চ্যানেলের বিভিন্ন ইন্টারফেস
সম্পর্কে জানবো।
তার আগে বলেনি
এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব। এখানে আমরা আপনাদের দেখবো কিভাবে Android
Phone দিয়ে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে পারবেন। একটি প্রফেশনাল ইউটিউব
চ্যানেল বানাতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমরা Android Phone এ করে দেখাবো।তাই আমাদের
এই কোর্সের সবগুলো পর্ব খুব ভালো ভাবে ফলো করুন এবং আমাদের সাথেই থাখুন।
যাক আর কথা না
বাড়িয়ে আমাদের কাজের দিকে আগাই।
ইউটিউব চ্যানেল
খোলার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি গুগল আইডির। ইউটিউব হচ্ছে গুগল এর একটি সাইট
তাই Google Account আবশ্যক। আপনি যদি Google Account খুলতে না পারেন তাহলে আমাদের এইপোস্টটি আপনার জন্য।
আমি ধরে নিচ্ছি
আপনার একটি Google Account আছে।
এবার আমাদের সর্বপ্রথম
কাজ হল একটি ব্রাউজার ডাউনলোড করা সেটার নাম হল Puffin আপনি এটা playstore এ পাবেন।
আর আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন
Puffin ব্রাউজার
কি ভাবে ব্যাবহার করবেন তার একটা পোস্ট আমি আগে করেছি সেটা দেখতে পারেন এখান থেকে।
ব্রাউজারটি ইনস্টল
করার পর আপনি এটাকে ডেস্কটপ ভারশন করে দিন। তাহলে আপনি এই ব্রাউজারে কম্পিউটারের মত
করে ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।
এবার আপনি www.youtube.com এ যান এবং আপনার Google Account দিয়ে ইউটিউবে
sign in করে নিন। আর যদি আপনার গুগল আইডি আগে থেকে সাইন ইন করা থাকে তাহলেও চলবে।
আপনার গুগল আইডি
সাইন ইন করার পর নিচের চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের
মত একটি ম্যানু আসবে, এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে ওকে দিবেন। এখানে প্রথম লাইনে
First Name এবং দ্বিতীয় লাইনে Last Name দিন। তারপর create channel এ ক্লিক করুন।
আপনার চ্যানেল
তেরী হয়ে গেছে। এবার দেখুন নিছের চিত্রের মত একটা ইন্টারফেস আসবে।
এবার আসুন চ্যানেলের
ইন্টারফেস সম্পর্কে আকটু জানি। মোবাইলের যে ব্রাউজার গুলো আছে তা দিয়ে আপনি আপনার চ্যানেলের
মুল ইন্টারফেসে ঢুকতে পারবেননা। আর যদি আপনি আপনার ব্রাউজারকে ডেস্কটপ ভারশনও করে দেন
তাতেও দেখবেন কিছু সীমাবদ্ধতা রয়েই গেছে। তাই আমরা ইউটিউবকে কম্পিউটারের মত ব্রাউজ
করার জন্য Puffin ব্যাবহার করছি।
এবার বাম পাশের
অপশন থেকে My Channel এ যান। এবার দেখুন এটা হল আপনার চ্যানেলের মুল ইন্টারফেস।
আমি এখানে দেখুন
কয়েকটা যায়গায় নাম্বার দিয়ে চিহ্নিত করে দিয়েছি যাতে করে আমাদের আলোচনা করতে সুবিধা
হয়। আমরা এই নাম্বার গুলো ধরে আলোচনা করবো।
এখানে ১ নাম্বারে
আছে আপনার Channel Name এটি চাইলে আপনি পরিবর্ত্ন করতে পারবেন। সেটা আমরা পরে আলোচনা
করবো। ২ নাম্বারে আছে আপনার Channel Description এখানে আপনার চ্যানেলটা কি সম্পর্কে
তা এখানে একটা প্রারাগ্রাফ এর মত করে এখানে লিখা থাকবে। লিখা থাকবে মানে আপনাকে লিখতে
হবে! সেটা আমরা পরে আলোচনা করবো।৩ নাম্বারে আছে চ্যানেলের লোগো। এখানে আপনার চ্যানেলের
লোগোটা দেখাবে। ৪ নাম্বারে আছে Channel Art বা Banner এখানে আপনার Channel Art বা
Banner টি থাকবে। Channel Art বা Banner নিয়ে আমরা পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো।৫
নাম্বারে আছে আপনার SUBSCRIBE বাটন। এখানে ক্লিক করে ভিউয়াররা আপনাকে Follow করবে।
আর কতজন ভিউয়ার আপনাকে Follow করছে তার সংখ্যা SUBSCRIBE বাটনের পাশে দেখাবে।৬ নাম্বারে
আছে ভিডিও আপলোড করার অপশন। এখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন।ভিডিও আপলোড
নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করবো। ৭ নাম্বারে আছে ভিডিও ম্যানেজার এখান থেকে
আপনার আপলোড করা সকল ভিডিওর বিস্তারিত পাবেন। ৮ নাম্বারে আছে settings এখানে ক্লিক
করলে আপনি নিচের চিত্রের মত অপশন পাবেন।
এখান থেকে আপনি
আপনার চ্যানেলের কিছু Privacy settings করতে পারবেন, যেমন *আপনার লাইক করা ভিডিও গুলো
আপনার ভিউয়াররা দেখতে পারবেকিনা *আপনি যাদের SUBSCRIBE বা Follow করছেন তাদের চ্যানেল
গুলো আপনার ভিউয়াররা দেখতে পারবেকিনা *আপনি যে Playlist গুলো Save করে রেখেছেন তা আপনার
ভিউয়াররা দেখতে পারবেকিনা ইত্যাদি।
আরো কিছু
Advance Settings আছে আমরা সেগুলো আস্তে আস্তে সামনের পর্ব গুলোতে আপনাদের সামনে নিয়ে
আসবো।
আপনি চাইলে নিচের
দেখনো অপশনে আপনার ইমেইল দিয়ে সাবমিট করে আমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
তাতে হবে কি আমরা যখনি কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে করবো ঠিক তখনি আপনার কাছে
আমাদের পোস্টটির নটিফিকেশন পোছে যাবে।
আর আপনি চাইলে
আমাদের ইউটিউব চ্যানেলটি ও এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে আমরা এই কোর্সটি
ভিডিও আকারে পোস্ট করবো ইনশাআল্লাহ।
আজ বিদায় নিচ্ছি
দেখা হবে আগামি পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
======================
কোন মন্তব্য নেই