অ্যান্ড্রয়েড ইউটিউবিং কোর্স পর্বঃ ০৩ | কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন আপনার Android Phone এ।
এই পর্বে আমরা
শিখবো আমাদের চ্যানেলটি ইউটিউবে কিভাবে ভেরিফাই করবো আমাদের Android Phone দিয়ে।
তার আগে বলেনি
এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব। এখানে আমরা আপনাদের দেখবো কিভাবে Android
Phone দিয়ে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে পারবেন। একটি প্রফেশনাল ইউটিউব
চ্যানেল বানাতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমরা Android Phone এ করে দেখাবো।তাই আমাদের
এই কোর্সের সবগুলো পর্ব খুব ভালো ভাবে ফলো করুন এবং আমাদের সাথেই থাখুন।
যাক আর কথা না
বাড়িয়ে আমাদের কাজের দিকে আগাই।
চলুন তার আগে
জেনে যে আমাদের ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই করা না থাকে তাহলে আমরা কি কি সমস্যায় পরতে
পারি।
১ নাম্বারে আমরা
যে সমস্যাটাতে পরতে পারি তা হল, আমরা ভিডিও আপলোডের সম্য ১৫ মিনিটের উপরে কোনো ভিডিও
আপলোড দিতে পারবোনা।তার মানে আমরা যদি ১৫ মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড দিতে চাই তাহলে
আমাদের চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে।আমরা যদি আমাদের চ্যানেলটি ভেরিফাই করে নিই
তাহলে আমাদের ভিডিও আপলোডের সময় কোনো লিমিট থাকবেনা।
২ নাম্বারে আমরা
যে সমস্যায় পরতে পারি তা হল আমরা কোনো Custom Thumbnail এড করতে পারবোনা। Custom
Thumbnail কি তা আমরা পরে আলোচনা করবো। এখন শুধু এটা জেনে রাখুন যে আমরা চ্যানেল ভেরিফাই
না করলে Custom Thumbnail এড করতে পারবোনা।
চ্যানেল ভেরিফাই
না করলে আমরা এ দুটো কাজ করতে পারবোনা আর আপনারা এটা জেনে রাখুন যে এ দুটো জিনিসই আমাদের
চ্যানেলের জন্য খুবই দরকার।তাই আমাদের চ্যানেল ভেরিফাই করা অত্যান্ত জরুরী।
চ্যানেল ভেরিফাই
করতে যা যা লাগবেঃ
চ্যানেল ভেরিফাই
করতে তেমন কিছুই লাগবেনা শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার এবং আপনার এই নাম্বারের সিম
কার্ডটি যে মোবাইলে চালু আছে সেই মোবাইলটি লাগবে।
ধরে নিলাম আপনার
তা আছে।তাহলে চলুন শুরু করি।
তার আগে বলেনি
আপনি যদি আমাদের লিখ ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেই আর্টিকেলটি না পড়ে থাকেন তাহলে
পড়ে আসুন এখান থেকে।
বরাবরের মত আমরা
Puffin ব্রাউজার
ওপেন করবো। ব্রাউজারের এড্রেসবারে লিখবো www.youtube.com এবং ইন্টার দিব।এরপর আমাদের গুগল আইডি
টি দিয়ে সাইন ইন করে নিব।
এবার নিচের চিত্রে
দেখানো অংশে ক্লিক করে তারপর Creator Studio তে যাবো।
এরপর নিচের চিত্রের
মত ইন্টারফেস আসবে। সেখান থেকে বাম পাশের ম্যানু অপশনে ক্লিক করে Channel থেকে
Status & Features গেলে আমরা নিচের চিত্রের মত ইন্টারফেস পাবো।এখানে দেখুন আমার
চ্যানেলের নামের নিচে Verify এর একটা অপশন আছে। Verify অপশনটাতে ক্লিক করুন।
এবার দেখুন নিচের
চিত্রের মত ইন্টারফেস আসবে।এখানে text me the verification code অপশনটা check করে দিয়ে
তার নিচের ঘরে আপনার ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিন,
এবার দেখুন আপনার
ফোনে একটা মেসেজ চলে এসেছে। ওই মেসেজে একটা ছয় ডিজিটের কোর্ড নাম্বার থাকবে।সেই কোর্ড
নাম্বারটা আপনি নিচের চিত্রে দেখানো অংশে লিখে ওকে করে দিলেই আপনার চ্যানেল ভেরিফাই
হয়ে যাবে।
তবে অনেক সময়
দেখবেন কোর্ড আসতে একটু দেরি হয় বা কোর্ড আসেনা তখন একটু অপেক্ষা করবেন দেখবেন কোর্ডটা
রিসেন্ড করার একটি অপশন আসবে।তখন আবার রিসেন্ড এ ক্লিক করবেন। দেখবেন কোর্ড চলে আসছে।
কোড দিয়ে সাবমিট করলেই দেখবেন আপনার চ্যানেল ভেরিফাই হয়ে গেছে।
আমরা আগামী পর্বে
চ্যানেলের জন্য লোগো বানাবো।তাই আগামী পর্ব দেখার আমন্রন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি।
আপনি চাইলে নিচের
দেখনো অপশনে আপনার ইমেইল দিয়ে সাবমিট করে আমাদের ওয়েবসাইটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
তাতে হবে কি আমরা যখনি কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে করবো ঠিক তখনি আপনার কাছে
আমাদের পোস্টটির নটিফিকেশন পোছে যাবে।
আর আপনি চাইলে
আমাদের ইউটিউব চ্যানেলটি ও এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে আমরা এই কোর্সটি
ভিডিও আকারে পোস্ট করবো ইনশাআল্লাহ।
আজ বিদায় নিচ্ছি
দেখা হবে আগামি পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
কিছু বুজিনা পিকগুলো খুলে যায় না কেন
উত্তরমুছুন